বগুড়ায় চাঁদমুহাতে কালি মন্দিরের ফটক ও প্রাচীর নির্মাণে ভিত্তিপ্রস্থর স্থাপন | Daily Chandni Bazar বগুড়ায় চাঁদমুহাতে কালি মন্দিরের ফটক ও প্রাচীর নির্মাণে ভিত্তিপ্রস্থর স্থাপন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২২ ০০:০২
বগুড়ায় চাঁদমুহাতে কালি মন্দিরের ফটক ও প্রাচীর নির্মাণে ভিত্তিপ্রস্থর স্থাপন
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় চাঁদমুহাতে কালি মন্দিরের 
ফটক ও প্রাচীর নির্মাণে ভিত্তিপ্রস্থর স্থাপন

বগুড়া সদরের চাঁদমুহা হরিপুর কালিবাড়ী মন্দিরের ফটক ও প্রাচীর নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে। শুক্রবার দুপুরে প্রধান অতিথি হিসেবে ঢালাই কাজের উদ্বোধন পরবর্তী ফলক উন্মোচনের মাধ্যমে ভিত্তি প্রস্থর স্থাপন করেন জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম।

মন্দির কমিটির সভাপতি প্রবীন্দ্রনাথ সরকার ও সাধারণ সম্পাদক নিত্য চন্দ্র দে’র সার্বিক ব্যবস্থাপনায় ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাগর কুমার রায়, রাহুল গ্রুপের চেয়ারম্যান রঞ্জিত কুমার পালিত, গোকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি চঞ্চল মোহন রায় এবং সংগঠনের সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আশীষ কুমার রায়। এছাড়াও অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) বাবু কুমার সাহা, রাহুল গ্রুপের পরিচালক রাহুল পালিত, সদর পূজা উদযাপন পরিষদের সদস্য অসীম রঞ্জন দাস, সুমন কুমার মহন্ত, অন্তর কুন্ডুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মন্দির কমিটির নেতৃবৃন্দ।

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন