কাগজে-কলমে এক পর্বের খেলা শেষ। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল লড়াই কিন্তু শুরু হচ্ছে আজ (শনিবার) থেকেই। সেরা ১২ দল নিয়ে সুপার টুয়েলভ পর্ব মাঠে গড়াচ্ছে আজ।
দুপুর ১টায় সিডনিতে দুই তাসমান প্রতিবেশি অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে সুপার টুয়েলভের জমজমাট লড়াই। এদিন বিকেল ৫টায় পার্থে মুখোমুখি হবে ইংল্যান্ড-আফগানিস্তান।
প্রথমপর্বের ম্যাচে ‘এ’ গ্রুপে শ্রীলঙ্কা হয়েছে চ্যাম্পিয়ন, রানারআপ নেদারল্যান্ডস। অন্যদিকে ‘বি’ গ্রুপে চ্যাম্পিয়ন জিম্বাবুয়ে, রানারআপ আয়ারল্যান্ড। এই চার দল যোগ দিয়েছে সুপার টুয়েলভে আগেই থাকা বাকি আট দলের সঙ্গে।
সুপার টুয়েলভে গ্রুপ টু’তে বাংলাদেশ খেলবে। যেখানে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার সঙ্গে বাছাইপর্ব পেরিয়ে যুক্ত হয়েছে নেদারল্যান্ডস আর জিম্বাবুয়ে।
অন্যদিকে গ্রুপ ওয়ানের ছয় দল হলো-আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং বাছাই পেরিয়ে আসা শ্রীলঙ্কা আর আয়ারল্যান্ড।
বাংলাদেশের প্রথম ম্যাচ ২৪ অক্টোবর, হোবার্টের বেলেরিভ ওভালে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলতে নামবে টাইগাররা।
তার আগের দিনই অবশ্য সুপার টুয়েলভের সবচেয়ে আকাঙ্খিত লড়াইটি। ২৩ অক্টোবর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত আর পাকিস্তান।
এক নজরে সুপার টুয়েলভের দুই গ্রুপ
গ্রুপ ১: আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড
গ্রুপ ২: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস, জিম্বাবুয়ে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন