আয়ারল্যান্ডকে ১২৮ রানেই আটকে দিলো শ্রীলঙ্কা | Daily Chandni Bazar আয়ারল্যান্ডকে ১২৮ রানেই আটকে দিলো শ্রীলঙ্কা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২২ ১২:০২
আয়ারল্যান্ডকে ১২৮ রানেই আটকে দিলো শ্রীলঙ্কা
অনলাইন ডেস্ক

আয়ারল্যান্ডকে ১২৮ রানেই আটকে দিলো শ্রীলঙ্কা

দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে সুপার টুয়েলভে আসা আয়ারল্যান্ডের ব্যাটিং এবার মুখ থুবড়ে পড়লো। লঙ্কান বোলারদের সামনে একদমই সুবিধা করতে পারলেন না বালবির্নি, টাকার, ক্যাম্ফাররা।

হোবার্টের সুপার টুয়েলভের গ্রুপ ওয়ান ম্যাচে আইরিশরা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তুলেছে মাত্র ১২৮ রান। অর্থাৎ জিততে হলে লঙ্কানদের করতে হবে ১২৯।

বেলেরিভ ওভালে টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই স্বস্তিতে ছিল না আয়ারল্যান্ড। পাওয়ার প্লের ৬ ওভারে ২ উইকেটে ৪০ আর ১০ ওভার শেষে ৬০ রান তুলতে হারায় ৪ উইকেট।

ওপেনিংয়ে নেমে ভালো খেলতে থাকা পল স্টারলিং ২৫ বলে ৩৪ রানেই থেমে যান। এরপর দলকে ১৮ ওভার পর্যন্ত টেনে নেন হ্যারি টেক্টর। তবে রান তখন মোটে ১১৭। এর মধ্যে শেষের দিকে এসে ২ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে লড়াকু স্কোর গড়ার স্বপ্ন পূরণ হয়নি আইরিশদের।

লঙ্কান বোলারদের মধ্যে দুটি করে উইকেট নেন মাহিশ থিকসানা এবং ওয়ানিন্দু হাসারাঙ্গা।

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন