২০১৭ সালে ভারতের উত্তর প্রদেশে যোগী আদিত্যনাথের সরকার ক্ষমতায় আসার পর থেকে দীপাবলিতে দীপোৎসব উদযাপন করা হয় অযোধ্যায়। প্রদীপ, থ্রিডি হলোগ্রাফিক ডিসপ্লে, লেজার শো, আতশবাজিসহ বিরাট আয়োজন থাকে এ উৎসব ঘিরে। এ বছর এ উৎসবে জ্বালানো হয়েছে ১৭ লাখ প্রদীপ।
এবারের এ উৎসবে অন্য মাত্রা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী মোদিই এবারের উৎসবের উদ্বোধন করেন।
২০১৭ সালের পর থেকে উৎসবে প্রদীপের সংখ্যা বাড়ছে। গত বছর দীপোৎসবে ৯ লাখ ৪১ হাজার ৫৫১টি প্রদীপ জ্বলেছিল অযোধ্যার বিভিন্ন ঘাট জুড়ে। ২০২০ সালে জ্বালানো হয়েছিল ৫ লাখ ৮৪ হাজার প্রদীপ।
এবার ১৭ লাখ প্রদীপ সাজানোর জন্য বিশেষ ব্যবস্থা করা হয়। একেকজন স্বেচ্ছাসেবককে ২৫৬টি প্রদীপ জ্বালানোর দায়িত্ব দেওয়া হয়। ছিল দুরন্ত সব আকর্ষণীয় শো।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন