১৭ লক্ষ প্রদীপে সাজল অযোধ্যা, আকাশে আঁকা হল রামায়ণ | Daily Chandni Bazar ১৭ লক্ষ প্রদীপে সাজল অযোধ্যা, আকাশে আঁকা হল রামায়ণ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২২ ১০:৪৯
১৭ লক্ষ প্রদীপে সাজল অযোধ্যা, আকাশে আঁকা হল রামায়ণ
অনলাইন ডেস্ক

১৭ লক্ষ প্রদীপে সাজল অযোধ্যা, আকাশে আঁকা হল রামায়ণ

২০১৭ সালে ভারতের উত্তর প্রদেশে যোগী আদিত্যনাথের সরকার ক্ষমতায় আসার পর থেকে দীপাবলিতে দীপোৎসব উদযাপন করা হয় অযোধ্যায়। প্রদীপ, থ্রিডি হলোগ্রাফিক ডিসপ্লে, লেজার শো, আতশবাজিসহ বিরাট আয়োজন থাকে এ উৎসব ঘিরে। এ বছর এ উৎসবে জ্বালানো হয়েছে ১৭ লাখ প্রদীপ।

এবারের এ উৎসবে অন্য মাত্রা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী মোদিই এবারের উৎসবের উদ্বোধন করেন।
২০১৭ সালের পর থেকে উৎসবে প্রদীপের সংখ্যা বাড়ছে। গত বছর দীপোৎসবে ৯ লাখ ৪১ হাজার ৫৫১টি প্রদীপ জ্বলেছিল অযোধ্যার বিভিন্ন ঘাট জুড়ে। ২০২০ সালে জ্বালানো হয়েছিল ৫ লাখ ৮৪ হাজার প্রদীপ।
এবার ১৭ লাখ প্রদীপ সাজানোর জন্য বিশেষ ব্যবস্থা করা হয়। একেকজন স্বেচ্ছাসেবককে ২৫৬টি প্রদীপ জ্বালানোর দায়িত্ব দেওয়া হয়। ছিল দুরন্ত সব আকর্ষণীয় শো।

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন