মিরাজই নেই দলে, ফিরলেন মোস্তাফিজ | Daily Chandni Bazar মিরাজই নেই দলে, ফিরলেন মোস্তাফিজ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২২ ১১:০১
মিরাজই নেই দলে, ফিরলেন মোস্তাফিজ
অনলাইন ডেস্ক

মিরাজই নেই দলে, ফিরলেন মোস্তাফিজ

ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে মেহেদী হাসান মিরাজকে খেলানো হয়নি। কিন্তু বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের বিপক্ষেও তাকে খেলানো হয়েছিল। করা হয়েছিলো মেকশিফট ওপেনার। ত্রিদেশীয় সিরিজ, তার আগে আরব আমিরাতের বিপক্ষে ২ ম্যাচের সিরিজ, এমনকি এশিয়া কাপের শেষ ম্যাচেও মেকশিফট ওপেনার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এই তরুণ অলরাউন্ডার।

কিন্তু বিশ্বকাপের প্রথম ম্যাচেই এতদিন ধরে খেলানো মেকশিফট ওপেনার মেহেদী হাসান মিরাজের জায়গা হলো না একাদশে। তাকে বাদ দিয়েই নেদারল্যান্ডসের বিপক্ষে একাদশ গঠন করা হলো। এর অর্থ, বাংলাদেশ ইনিংসের ওপেন করবেন নাজমুল হোসেন শান্ত এবং সৌম্য সরকার। বলাই বাহুল্য, এই দুই ওপেনারই রয়েছেন ইতিহাসের সেরা ফর্মহীনতায়।

ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে মোস্তাফিজুর রহমানকেও বাদ দেয়া হয়েছিল একাদশ থেকে। আফগানিস্তানের বিপক্ষে তাকে খেলানো হয়েছিল। অভিজ্ঞতার বিচারে মোস্তাফিজকেই রাখা হলো একাদশে। বাদ পড়লেন তরুণ বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম।

বাংলাদেশ একাদশ
সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান, আফিফ হোসেন ধ্রুব, ইয়াসির আলী রাব্বি, নুরুল হাসান (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান।

নেদারল্যান্ডস একাদশ
ম্যাক্স ও’দাউদ, ভিক্রমজিত সিং, বাস ডি লিডি, কলিন অ্যাকারম্যান, টম কুপার, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক, উইকেটরক্ষক), টিম প্রিঙ্গল, লোগান ফন বিক, ফ্রেড ক্লাসেন, পল ফন মিকেরেন এবং শারিজ আহমাদ।

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন