তারেক রহমান পাকিস্তানের আইএস এর টাকায় বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির ষড়যন্ত্র করছে: এসএম কামাল | Daily Chandni Bazar তারেক রহমান পাকিস্তানের আইএস এর টাকায় বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির ষড়যন্ত্র করছে: এসএম কামাল | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২২ ২৩:৩৪
তারেক রহমান পাকিস্তানের আইএস এর টাকায় বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির ষড়যন্ত্র করছে: এসএম কামাল
ধুনট বগুড়া প্রতিনিধি

তারেক রহমান পাকিস্তানের আইএস এর টাকায় বাংলাদেশে
অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির ষড়যন্ত্র করছে: এসএম কামাল

বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন বলেছেন, তারেক রহমান সন্ত্রাসীদের গড ফাদার দাউদ ইব্রাহীমের সাথে বৈঠক করে পাকিস্তানের আইএস এর কাছ থেকে টাকা নিয়ে বাংলাদেশ যাতে শান্তিতে না থাকতে পারে, বাংলাদেশ যাতে স্থিতিশীল অবস্থায় না থাকতে পারে, বাংলাদেশ যাতে বিশে^র দরবারে শেখ হাসিনার নেতৃত্বে মাথা উঁচু করে দাড়াতে না পারে, সেই কারনে তারেক জিয়া মির্জা ফখরুলদের দিয়ে ষড়যন্ত্র করছে।

তিনি আরো বলেন, বিএনপি বাংলাদেশকে পাকিস্তান বানানোর স্বপ্ন দেখছে। এই স্বপ্ন কোন দিনই বাস্তবায়ন হবে না। বাংলাদেশ আওয়ামী লীগ তাদের স্বপ্ন কখনোই বাস্তবায়ন করতে দিবে না।     
সোমবার (২৪ অক্টোবর) দুপুর ১২টায় বগুড়ার ধুনট উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধুনট বাসষ্ট্যান্ড এলাকায় সরকারি এনইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিকের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা এমপি, সদস্য শাহাবুদ্দিন ফরাজী ও বগুড়া-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাবিবর রহমান।
এর আগে সম্মেলনের প্রথম অধিবেশনের উদ্বোধন করেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু।
ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাগেবুল হাসান রিপু।
সম্মেলনে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ম. আব্দুর রাজ্জাক, বগুড়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রদীপ কুমার রায়, এ্যাডভোকেট আমানউল্লাহ্ আমান, যুগ্ন সম্পাদক আসাদুর রহমান দুলু, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট জাকির হোসেন নবাব, অধ্যক্ষ শাহাদত আলম ঝুনু, দপ্তর সম্পাদক আল রাজি জুয়েল, মহিলা বিষয়ক সম্পাদক নাসরিন রহমান সিমা, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফি হিরো, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক আনোয়ার পারভেজ রুবন প্রমূখ। 
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিককে পুনরায় সভাপতি ও প্রকৌশলী আসিফ ইকবাল সনিকে সাধারণ সম্পাদক করে ধুনট উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়। এছাড়াও কমিটিতে আব্দুল হাই খোকন ও গোলাম হোসেন সরকারকে সহ-সভাপতি, মহসীন আলম, শরিফুল ইসলাম খান ও ফরিদুল ইসলামকে যুগ্ন সাধারণ সম্পাদক ও মোজাফ্ফর হোসেনকে সদস্য করা হয়েছে।

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন