দুপচাঁচিয়া মেইল বাসস্ট্যান্ডে আহলে হাদীস কেন্দ্রীয় জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন | Daily Chandni Bazar দুপচাঁচিয়া মেইল বাসস্ট্যান্ডে আহলে হাদীস কেন্দ্রীয় জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২২ ২৩:৩৬
দুপচাঁচিয়া মেইল বাসস্ট্যান্ডে আহলে হাদীস কেন্দ্রীয় জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন
দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ

দুপচাঁচিয়া মেইল বাসস্ট্যান্ডে আহলে  হাদীস কেন্দ্রীয় জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন

দুপচাঁচিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের মেইল বাসস্ট্যান্ড কাঁঠালতলা এলাকায় আহলে হাদীস কেন্দ্রীয় জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল সোমবার সকালে দুপচাঁচিয়া পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম এ ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, পৌর কাউন্সিলর এসএম কায়কোবাদ, ইউনুছ আলী মহলদার মানিক, বগুড়া জেলা মোটরশ্রমিক ইউনিয়ন দুপচাঁচিয়া শাখার সভাপতি আবুল কালাম আজাদ রাজা, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু কালাম আজাদ, মসজিদ কমিটির সভাপতি হাফিজার রহমান, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মুকুল, পৌরবাসী জামাল উদ্দিন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। 

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন