দুপচাঁচিয়ায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাতধোয়া দিবস উদযাপিত | Daily Chandni Bazar দুপচাঁচিয়ায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাতধোয়া দিবস উদযাপিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২২ ২৩:৩৮
দুপচাঁচিয়ায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাতধোয়া দিবস উদযাপিত
দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ

দুপচাঁচিয়ায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাতধোয়া দিবস উদযাপিত

‘হাতের পরিচ্ছন্নতায়-এসো সবে এক হই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাতধোয়া দিবস উপলক্ষে দুপচাঁচিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকৌশল দপ্তরের আয়োজনে র‌্যালি, আলোচনা সভা ও হাতধোয়ার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। গতকাল সোমবার সকালে জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তর চত্বর হতে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালি শেষে জনস্বাস্থ্য দপ্তরে উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদীর সভাপতিত্বে ও জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের সহকারী প্রকৌশলী শাকিউল ইসলামের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপ্লব। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, এসআই আলেফ উদ্দিন, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মেহেরুল ইসলাম, নূর মোহাম্মদ আবু তাহের প্রমুখ। এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরে শিক্ষার্থীদের হাতধোয়ার পদ্ধতিগুলো শেখানো হয়। শেষে ৩২লাখ ৬৪হাজার টাকা ব্যয়ে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের নবনির্মিত ভবনের ফিতা কেটে উদ্বোধন করেন অতিথিবৃন্দ।  

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন