অবশেষে বন্ধ হলো বৃষ্টি। প্রায় ২০ মিনিট বন্ধ থাকার পর অবশেষে খেলা শুরু হয়েছে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। যদিও মেলবোর্নের আকাশ কালো হয়ে রয়েছে মেঘে। যে কোনো সময় আবারও বৃষ্টি নামতে পারে। এর মধ্যেই শুরু হলো খেলা।
বৃষ্টি শেষে খেলা শুরু হওয়ার পর ওপেনার পল স্টার্লিংকে হারায় আইরিশরা। এ রিপোর্ট লেখার সময় আয়ারল্যান্ডের রান ৫ ওভারে ১ উইকেট হারিয়ে ৪৫ রান। ১২ রান নিয়ে অ্যান্ডি বালবিরনি, ১১ রান নিয়ে লরকান টাকার ব্যাট করছেন। ৮ বলে ১৪ রান করে আউট হন পল স্টার্লিং।
বৃষ্টির চোখ রাঙানি ছিল আগেই। মেলবোর্নের আকাশ সকাল থেকেই কালো। আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড দলের অধিনায়করা এ কারণে টসকে গুরুত্বপূর্ণ মনে করেছিলেন। কারণ, বৃষ্টিস্নাত মাঠে রান তাড়া করাটাই হবে সুবিধাজনক।
ইংল্যান্ড টস জিতে ফিল্ডিং বেছে নেয়। ব্যাট করতে নামে আয়ারল্যান্ড। ক্রিজে নেমে ১.৩ ওভার ব্যাট করার পরই নামে বৃষ্টি। যার ফলে খেলা বন্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর বন্ধ হয়ে আবারও বৃষ্টি নামার ফলে খেলা শুরু করা সম্ভব হয়নি।
সুপার টুয়েলভের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে বড় হেরেছিল আয়ারল্যান্ড। প্রথমে ব্যাট করতে নেমে ১২৮ রান করার পর হেরেছিল ৯ উইকেটের ব্যবধানে।
আর আফগানিস্তানের বিপক্ষে ১১৩ রান করতেও ধুঁকতে হয়েছিল ইংল্যান্ডকে। যদিও জয় পেয়েছিল তারা ৫ উইকেটের ব্যবধানে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন