বগুড়ার ধুনটে জাতীয় শিক্ষক দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় দিবসটি উপলক্ষে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকের সমন্বয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রদক্ষিণ শেষে ধুনট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ধুনট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ হাবিবর রহমান।
ধুনট সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুর রহমানের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত, ধুনট উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিক, সাধারণ সম্পাদক প্রকৌশলী আসিফ ইকবাল সনি, ধুনট পৌর মেয়র এজিএম বাদশা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিক প্রমূখ।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন