বগুড়ার দুপচাঁচিয়ায় গতকাল বৃহস্পতিবার ভাইফোঁটা উৎসব উদযাপিত হয়েছে। ভাইফোঁটা উপলক্ষে সনাতন ধর্মালম্বীরা প্রায় প্রতিটি পরিবারের বোনেরা এদিন উপবাস থেকে তাঁর ভাইদের আগামী দিনগুলোর জন্য শুভ কামনা ও ভগবানের কাছে তাঁর ভাইয়ের জন্য মঙ্গলময় ও দীর্ঘায়ু কামনা করে প্রার্থনা করেন। এ উপলক্ষে বোনেরা তাঁর ভাইদের বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করেন এবং ভাইয়েরাও বোনদের উপহার দিয়ে থাকেন। ভাইফোঁটা হিন্দুদের একটি উৎসব। এ উৎসবকে ভাতৃদ্বিতীয়া অনুষ্ঠান বলা হয়। ভাই-বোনের সম্পর্ক পৃথিবীর মধুর সম্পর্কগুলোর মধ্যে অন্যতম। সনাতনী পঞ্জিকামতে এ উৎসব কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয় দিনে উদযাপিত হয়। মাঝে মধ্যে এটি শুক্লপক্ষের প্রথমদিনেও উদযাপিত হয়ে থাকে। ভাইফোঁটা উপলক্ষে এদিন বোনেরা ভাইদের কপালে চন্দনের ফোঁটা দিয়ে একটি ছড়া বলে তাঁদের দীর্ঘজীবন কামনা করে। ছড়াটি হলো-ভাইয়ের কপালে দিলাম ফোঁটা/যমের দুয়ারে পড়লো কাঁটা/যমুনা দেয় যমকে ফোঁটা/আমি দিই আমার ভাইকে ফোঁটা। অন্যদিকে ভাইয়েরা বোনকে রক্ষা করার প্রতিশ্রুতি দেয়। এসময় শঙ্খ বাজানো ও উলুধ্বনি দেয়া হয়। এছাড়া ভাই বোনদের পছন্দের সব সুস্বাদু খাবার তৈরি করা হয়। ভাই বোনেরা এক সঙ্গে মিলে এউৎসবটি পালন করে। অপরদিকে এ উৎসবকে ভাতৃদ্বিতীয়া কৃত্যম(ভাইফোঁটা) বা যম দ্বিতীয়া উৎসব বলা হয়।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন