
বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত কলকাতায় বেকার হোস্টেল পরিদর্শন করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
শুক্রবার (১৮ অক্টোবর) বেকার হোস্টেলের ২৪ নম্বর কক্ষ পরিদর্শন করেন তিনি। এর আগে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অব জুরিডিকাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের ১৪তম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে ভারতে যান প্রধান বিচারপতি।
বেকার হোস্টেলের এ কক্ষেই রয়েছে বঙ্গবন্ধুর প্রতিকৃতি। সেখানে পুষ্প অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি। পরে সেখানে কিছু সময় অবস্থান করেন। আগামী ৩০ অক্টোবর ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অব জুরিডিকাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের ১৪তম সমাবর্তনে প্রধান বিচারপতি বক্তব্য রাখবেন।
সমাবর্তনে ভারতের প্রধান বিচারপতি উদয় উমেশ লালিত এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বক্তব্য রাখবেন। সমাবর্তন শেষে ৩০ অক্টোবর রাতে প্রধান বিচারপতি দেশে ফিরবেন।
সুপ্রিম কোর্টের মুখপাত্র ও আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন