আমরা ক'জন শিল্পীগোষ্ঠী ও ঋদ্ধ সৃজন এর আয়োজনে শারদ নৃত্য সন্ধ্যা "অরুণ আলোর অঞ্জলি" শুক্রবার সন্ধ্যা ৬ঃ১৫ মিনিটে বগুড়া উডবার্ণ পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমরা ক'জন শিল্পী গোষ্ঠীর প্রধান উপদেষ্টা ও দৈনিক করোতোয়া সম্পাদক লায়ন মোজাম্মেল হক লালু। শারদ নৃত্য সন্ধ্যা "অরুণ আলোর অঞ্জলি" অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বলন করে উদ্বোধন করেন বিশিষ্ট কবি বজলুল করিম বাহার। অনুষ্ঠানে উপস্থিত থেকে শারদ কথা মালায় অংশ গ্রহণ করেন প্রধান অতিথি বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বিপিএম সেবা। বিশেষ অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা বগুড়া জেলা শাখার সভাপতি জর্জেট বুলবুল বেপারী প্রমূখ। লায়ন আবদুল মোবিন জিন্নাহর আবৃত্তি পরিচালনায় এবং মাহবুব হাসান সোহাগের নৃত্য পরিকল্পনা ও পরিচালনায় নৃত্যানুষ্ঠান "অরুণ আলোর অঞ্জলি" তে আমরা কজন শিল্পীগোষ্ঠী ও ঋদ্ধ সৃজন এর শিল্পীরা দলীয় নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন লায়ন আব্দুল মোবিন জিন্নাহ ও লায়ন অদ্বিতী সিনহা।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন