বাগদাদে বিস্ফোরণে নিহত ১০ | Daily Chandni Bazar বাগদাদে বিস্ফোরণে নিহত ১০ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২২ ১৪:৩৪
বাগদাদে বিস্ফোরণে নিহত ১০
অনলাইন ডেস্ক

বাগদাদে বিস্ফোরণে নিহত ১০

ইরাকের রাজধানী বাগদাদে বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত ও ২০ জনের বেশি আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (২৯ অক্টোবর) পূর্ব বাগদাদে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। দেশটির নিরাপত্তা বাহিনী ও স্বাস্থ্য বিভাগ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এ তথ্য।

নিরাপত্তা বাহিনীর সূত্রে জানা গেছে, একটি ফুটবল স্টেডিয়ামের কাছের একটি গ্যারেজে রাখা গাড়িতে বিস্ফোরক বেঁধে রাখা হয়। গ্যারেজের কাছেই রাখা ছিল একটি গ্যাসবাহী ট্যাংকারও। গাড়িতে বেঁধে রাখা বিস্ফোরক থেকে সেই ট্যাংকারে বিস্ফোরণের ঘটনা ঘটে।

ইরাকের কর্মকর্তারা জানান, বিস্ফোরণে নিহত ব্যক্তিদের বেশির ভাগই কিশোর। তারা বাড়ির কাছের ওই স্টেডিয়ামে ফুটবল খেলছিল।

দেশটির সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, পূর্ব বাগদাদের একটি গ্যারেজে একটি গ্যাস ট্যাংকার বিস্ফোরণে বেশ কয়েকজন হতাহত হয়েছে এবং নিরাপত্তা বাহিনী বিস্ফোরণের কারণ অনুসন্ধান করছে।

তবে কিভাবে এবং কারা এ ঘটনা ঘটিয়েছে তা প্রাথমিকভাবে নিশ্চিত হতে পারেনি দেশটির আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা।

সূত্র: রয়টার্স

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন