প্রতিপক্ষের আঘাতে ভাঙ্গলো হাতের কনই; থানায় অভিযোগ | Daily Chandni Bazar প্রতিপক্ষের আঘাতে ভাঙ্গলো হাতের কনই; থানায় অভিযোগ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২২ ২৩:১৩
প্রতিপক্ষের আঘাতে ভাঙ্গলো হাতের কনই; থানায় অভিযোগ
পানি নিস্কাশন ড্রেন বন্ধ করার প্রতিবাদে শাজাহানপুরে
শাজাহানপুর বগুড়া প্রতিনিধি

 প্রতিপক্ষের আঘাতে ভাঙ্গলো হাতের কনই; থানায় অভিযোগ

বগুড়ার শাজাহানপুর উপজেলার অন্তগত ১৩নং ওয়ার্ডের বনানী সুলতানগনজ হাট পাড়ার রাস্তার ড্রেন বন্ধ করার প্রতিবাদ করাই সুরুজ্জামান(৪৫) নামের  এক ব্যক্তিকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করলে হাত দিয়ে প্রতিহত করলে কনই ভেঙ্গে যাবার ঘটনা ঘটেছে। এবিষয়ে বাবা ছেলেকে আসামী করে গত ২৫ অক্টোবর থানায় লিখিত অভিযোগ দায়ের করছেন তিনি।
অভিযোগ সুত্রে জানাগেছে, বনানী গো হাটের ভিতর দিয়ে চলাচলের রাস্তার ড্রেন বন্ধ করেন পাশের্^ দারুল কোরান হাফেজিয়া কওমি মাদ্রাসা ও কেরাত সেন্টারের পরিচালক ইয়াহিয়া ও তার ছেলে ইউসুফ আলীসহ মাদ্রাসার আরও ১০/১২জন শিক্ষার্থী এসে পিটিয়ে রাস্তার উপরে রেখে যান। পরে ডাক চিৎকার শুনে স্থানীয় মানুষ এসে সেখান থেকে উদ্ধার করে চিকিংসার জন নিয়ে যান। পরে বাদি হয়ে থানায় অভিযোগ পূর্বক গ্রেফতারের দাবি জানান প্রশাসনের কাছে। ইয়াহিয়া হুজুর একজন ধর্ম ব্যবস্থায়ী মানুষ এবং বিভিন্ন ধরনের অপকর্মের সাথে তিনি জড়িত। কাহাকেও তিনি মানেনা প্রতিষ্ঠানে আসা অনুদান নিজে এবং বিশেষ একটি মহলকে দিয়ে থাকেন।
শাজাহানপুর থানা পুলিশের উপ-পরিদর্শক মিজানুর রহমান জানান, অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

  দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন