কাজিপুরে মুক্তিযোদ্ধাদের সার্টিফিকেট ও স্মার্টকার্ড বিতরণ | Daily Chandni Bazar কাজিপুরে মুক্তিযোদ্ধাদের সার্টিফিকেট ও স্মার্টকার্ড বিতরণ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১ নভেম্বর, ২০২২ ০০:৪৪
কাজিপুরে মুক্তিযোদ্ধাদের সার্টিফিকেট ও স্মার্টকার্ড বিতরণ
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

কাজিপুরে মুক্তিযোদ্ধাদের সার্টিফিকেট ও স্মার্টকার্ড বিতরণ

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার জীবিত/মৃত বীর  মুক্তিযোদ্ধাদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে। বাংলাদেশ সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী স্বাক্ষরিত ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট কার্ড সারাদেশের বীর মুক্তিযোদ্ধাদের প্রদান করছে। 

প্রথম ধাপে কাজিপুরের ১৬৬ টি সার্টিফিকেট এবং ২৫৯ টি স্মার্ট কার্ড বিতরণ করা হয়। 

সোমবার ৩১ অক্টোবর উপজেলা প্রশাসনের আয়োজনে বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও সুখময় সরকার। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত হয়ে বক্তব্য রাখেন প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। 

সাবেক ডেপুটি কমান্ডার আঃ সালামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা সংসদ কাজিপুর উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হোসেন, বীর মুক্তিযোদ্ধা ইউনুস উদ্দিন। উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু।  মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সেলিম রেজা, মুক্তিযোদ্ধা সংসদ কাজিপুর উপজেলা শাখার সভাপতি মঞ্জুরুল ইসলাম শিবন চাকলাদার, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া খান প্রমূখ উপস্থিত ছিলেন।

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন