গুজরাটে সেতু ধসের ঘটনায় গ্রেপ্তার ৯ | Daily Chandni Bazar গুজরাটে সেতু ধসের ঘটনায় গ্রেপ্তার ৯ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১ নভেম্বর, ২০২২ ১৪:৪২
গুজরাটে সেতু ধসের ঘটনায় গ্রেপ্তার ৯
অনলাইন ডেস্ক

গুজরাটে সেতু ধসের ঘটনায় গ্রেপ্তার ৯

ভারতের গুজরাটে ব্রিটিশ আমলের একটি ঝুলন্ত সেতু ধসের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নয় জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

রোববার সন্ধ্যায় মোরবি জেলায় মাচ্চু নদীর উপর ওই ঝুলন্ত সেতুটি কয়েকশ মানুষ নিয়ে হুড়মুড়িয়ে ধসে পড়ে, এতে অন্তত ১৩৪ জন নিহত হয়।

স্থানীয় কর্তৃপক্ষ সোমবার সকালে নিহতের সংখ্যা ১৪১ বলে জানিয়েছিল, পরে তা সংশোধন করা হয়।

ওই সময় সেতুতে থাকা অনেকেই অন্ধকারের মধ্যে ছিটকে নদীতে পড়ে যান। সোশাল মিডিয়ায় আসা ভিডিওতে ভেঙে পড়া সেতু থেকে বহু মানুষকে ঝুলে থাকতেও দেখা গেছে। এ সময় সাহায্য পাওয়ার জন্য অনেকে চিৎকার করছিলেন।

বিবিসি জানিয়েছে, গ্রেপ্তারদের মধ্যে চার জন সেতুটির রক্ষণাবেক্ষণে চুক্তিবদ্ধ থাকা একটি কোম্পানির কর্মী।

নিহতদের মধ্যে বহু শিশু, নারী ও বৃদ্ধ লোক আছে। সময় গড়ানোর সঙেগ্ সঙ্গে নতুন করে কাউকে খুঁজে পাওয়ার আশা ক্রমেই মিলিয়ে যাচ্ছে।

আহমেদাবাদ থেকে ৩০০ কিলোমিটার দূরে সেতুটি নির্মাণ করা হয়েছিল ১৯ শতকে, ভারতে ব্রিটিশ শাসনের সময়। স্থানীয়দের কাছে জুল্টো পুল নামে পরিচিত ২৩০ মিটার দীর্ঘ ওই সেতুতে অনেকেই বেড়াতে যান।

সাত মাস বন্ধ রেখে সংস্কার কাজ সেরে মাত্র পাঁচ দিন আগে গুজরাটের নববর্ষের দিন সেতুটি খুলে দেয়া হয়েছিল। কেন সেটি ভেঙে পড়ল তা নিয়ে তদন্ত শুরু করেছে গুজরাট প্রশাসন। যদিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে দেখা গেছে, দুর্ঘটনার আগের দিন সেতুটিতে অনেকেই জটলা করে। তাদেরকে সেখানে লাফালাফি করতেও দেখা যায়।

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন