গাবতলীতে নিখোঁজের ৪দিন পর অটো চালকের পোড়া উলঙ্গ লাশ উদ্ধার | Daily Chandni Bazar গাবতলীতে নিখোঁজের ৪দিন পর অটো চালকের পোড়া উলঙ্গ লাশ উদ্ধার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১ নভেম্বর, ২০২২ ২৩:০১
গাবতলীতে নিখোঁজের ৪দিন পর অটো চালকের পোড়া উলঙ্গ লাশ উদ্ধার
গাবতলী (বগুড়া) প্রতিনিধি

গাবতলীতে নিখোঁজের ৪দিন পর অটো 
চালকের পোড়া উলঙ্গ লাশ উদ্ধার

বগুড়ার গাবতলীতে নিখোঁজের ৪দিন পর অটো রিক্সাচালক আরিফ আহম্মেদ (১৩) নামের এক কিশোরের আগুনে পোড়ানো উলঙ্গ লাশ উদ্ধার করা হয়েছে। ১লা নভেম্বর দুপুরে গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের পাররানীরপাড়া গ্রামের কাতলাহার বিলের উত্তরধার থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। 
জানা গেছে, গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের পাররানীরপাড়া গ্রামের ভ্যানচালক আব্দুল জলিলের ছেলে অটো রিক্সাচালক আরিফ আহম্মেদ (১৩) গত ২৮অক্টোবর বিকেল ৪টায় স্থানীয় মালেক বাজারে যাবার কথা বলে বাড়ী থেকে বের হয়ে নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরেও না পেয়ে আরিফের বাবা আঃ জলিল গত ৩১অক্টোবর মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেন। থানায় ডায়েরী করার পরেরদিন দুপুরে বাড়ীর পাশ্ববর্তী কাতলাহার বিলের উত্তরধারে নিখোঁজ আরিফের আগুনে পুড়িয়ে ফেলা উলঙ্গ লাশ ধানক্ষেতে পাওয়া যায়। ঘাস কাটতে গিয়ে স্থানীয় লোকজন লাশটি দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ আরিফের লাশ উদ্ধার করে। এ ব্যাপারে মডেল থানার ওসি সনাতন চন্দ্র সরকার স্থানীয় সাংবাদিকদের জানান, উদ্ধারকৃত লাশের সুরতহাল রিপোর্টের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। অটোচালক আরিফ খুনের রহস্য এখনো জানা যায়নি। তবে এই হত্যাকান্ডের সঙ্গে জারাই জড়িত থাকুক না কেনো খুব দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে। 

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন