যুক্তরাষ্ট্রে বন্দুকধারীদের গুলি, আহত ৯ | Daily Chandni Bazar যুক্তরাষ্ট্রে বন্দুকধারীদের গুলি, আহত ৯ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৭ নভেম্বর, ২০২২ ১০:৫৬
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীদের গুলি, আহত ৯
অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীদের গুলি, আহত ৯

যুক্তরাষ্ট্রে ফিলাডেলফিয়ায় বন্দুকধারীর গোলাগুলির ঘটনা ঘটেছে। বন্দুকধারীদের গুলিতে ৯ জন আহত হয়েছে। তাদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সময় শনিবার রাতে দেশটির ফিলাডেলফিয়ায় কেনসিংটন এলাকায় ঘটনাটি ঘটে। শহরটির প্রথম উপ-পুলিশ কমিশনার জন স্ট্যানফোর্ডের বরাত দিয়ে এ খবর জানিয়েছে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

টেলিভিশনে সম্প্রচারিত সংবাদ ব্রিফিংয়ে স্ট্যানফোর্ড বলেছেন, একটি গাড়ি থেকে একাধিক বন্দুকধারী বের হয়ে গুলি করা শুরু করে, তারা প্রায় ৪০টির মতো গুলি ছোঁড়ে। বন্দুকধারীদের উদ্দেশ্য কী ছিল, তা স্পষ্ট হওয়া যায়নি। পুলিশ ঘটনার তদন্ত করছে। গুলি ছোঁড়ার পর বন্দুকধারীরা গাড়িতে উঠে চলে যায়।

চলতি বছরের মে মাসে টেক্সাসে এক বন্দুকধারীর গুলিতে ১৯ শিশুসহ ২১ জন নিহত হয়েছিল। হ্যালোউইনের রাতে ক্যানসাস সিটি ও শিকাগোতে গুলির ঘটনায় ১ জন নিহত ও প্রায় ২০ জন আহত হয়।

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন