ধুনটে ৫ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা মামলায় বৃদ্ধ গ্রেপ্তার | Daily Chandni Bazar ধুনটে ৫ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা মামলায় বৃদ্ধ গ্রেপ্তার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৭ নভেম্বর, ২০২২ ২৩:৫৬
ধুনটে ৫ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা মামলায় বৃদ্ধ গ্রেপ্তার
ধুনট বগুড়া প্রতিনিধি

ধুনটে ৫ বছরের শিশুকে ধর্ষণ 
চেষ্টা মামলায় বৃদ্ধ গ্রেপ্তার

বগুড়ার ধুনটে ৫ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টা মামলায় আবুল সরকার (৬০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ওই ব্যক্তি ধুনট সদর ইউনিয়নের চালাপাড়া পূর্বপাড়া এলাকার মৃত উদা সরকারের ছেলে।

মামলাসূত্রে জানাগেছে, গত ০১ নভেম্বর বিকাল ৪টার দিকে আবুল সরকার একই এলাকার জনৈক এক ব্যক্তির ৫ বছর বয়সী মেয়েকে চালাপাড়া পূর্বপাড়া জামে মসজিদের পাশের একটি টয়লেটের ভিতর নিয়ে যায়। এসময় আবুল হোসেন ওই মেয়েটিকে ধর্ষণের চেষ্টা চালায়।

এদিকে ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এই ঘটনায় ওই মেয়েটির বাবা বাদী হয়ে গত ০৬ নভেম্বর আবুল সরকারকে আসামী করে ধুনট থানায় মামলা দায়ের করেন।

এবিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা ধুনট থানার সেকেন্ড অফিসার এসআই আসাদুজ্জামান জানান, এক শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগটি মামলা হিসাবে রেকর্ডভুক্ত করা হয়েছে এবং অভিযুক্ত আসামী আবুল সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। এবিষয়ে আরো তদন্ত করা হচ্ছে। 

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন