গাবতলীতে হিন্দু সম্প্রদায়ের এক মৃত ব্যক্তির কবর থেকে মাথা চুরি | Daily Chandni Bazar গাবতলীতে হিন্দু সম্প্রদায়ের এক মৃত ব্যক্তির কবর থেকে মাথা চুরি | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৮ নভেম্বর, ২০২২ ০০:৫২
গাবতলীতে হিন্দু সম্প্রদায়ের এক মৃত ব্যক্তির কবর থেকে মাথা চুরি
গাবতলী (বগুড়া) প্রতিনিধি

গাবতলীতে হিন্দু সম্প্রদায়ের এক 
মৃত ব্যক্তির কবর থেকে মাথা চুরি

বগুড়ার গাবতলীতে হিন্দু সম্প্রদায়ের এক মৃত ব্যক্তির কবর খুড়ে মাথা কেটে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার নেপালতলী ইউনিয়নের নিচিন্তপুর গ্রামে চাঞ্চল্যকর এই এ ঘটনা ঘটেছে। 
জানা গেছে, উপজেলার নেপালতলী ইউনিয়নের নিচিন্তপুর গ্রামের মৃত দেবেন্দ্র মন্ডলের ছেলে মুড়ি বিক্রেতা শ্রী লাবু মন্ডল (৬৫) গত অক্টোবর মাসের ১৯তারিখ সন্ধ্যায় নিজ বাড়ীতে মারা যান। আর্থিক অভাব অনটনের কারণে পরদিন ২০অক্টোবর ভোরে সকালে মুখ আগনি করে স্থানীয় শ্বশ্বানে তাঁকে সিন্দুক খুড়ে (কবর) দাফন করে পরিবারের লোকজন। কিন্তু ২রা নভেম্বর গত বুধবার আকন্দপাড়া গ্রামে জগধাত্রী পুজা দেখে সন্ধ্যায় নিচিন্তপুর গ্রামের  ৩য় শ্রেণীতে পড়ুয়া দুটি ছেলে-মেয়ে  শ্বশ্বানের ওই পথ ধরে বাড়ী আসার পথে দেখতে পান ওই সিন্দুক খুড়ে (কবর) কে বা কাহারা শ্রী লাবু মন্ডলের দেহ থেকে মাথা কেটে নিয়ে গেছে। পরে তারা বাড়ীতে গিয়ে বললে প্রথমে কেউ বিশ্বাস করেননি। তারপরদিন সকালে ৩রা নভেম্বর পরিবারের লোকজনসহ স্থানীয়রা শ্বশ্বানে গিয়ে ঘটনার সত্যতা পান। পরে তারা আবার মাথা বিহীন দেহ মাটির সিন্দুকে সমাধিত করে। চাঞ্চল্যকর এই ঘটনার পর থেকে ওই এলাকার হিন্দু সম্প্রদায়ের মাঝে ভীতি ও আতংক বিরাজ করছে। পরিবারের লোকজন বলেন, লাবু মন্ডলকে সমাধিত করা পরে আর শ্বশ্বানে যাওয়া হয়নি। সমাধির পর কবে যে মাথা কেটে নিয়ে গেছে আমারা জানতে পারিনি। কিন্তু এলাকার দুটি ছোট ছেলে-মেয়ে বাড়ীতে এসে বললে তারপর শ্বশ্বানে গিয়ে বিষয়টি দেখতে পাই। এ ঘটনায় হয়রানীর ভয়ে পরিবারের লোকজন কোথাও কোন অভিযোগ করেননি।  এ ব্যাপারে থানার ওসি সনাতন চন্দ্র সরকার বলেন, বিষয়টি তার জানা নেই। কেউ কোন অভিযোগও করেনি বলে জানান তিনি। 

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন