দুপচাঁচিয়ায় ঢাকা দক্ষিন মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতা শরণকে সংবর্ধনা | Daily Chandni Bazar দুপচাঁচিয়ায় ঢাকা দক্ষিন মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতা শরণকে সংবর্ধনা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৮ নভেম্বর, ২০২২ ২১:২৫
দুপচাঁচিয়ায় ঢাকা দক্ষিন মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতা শরণকে সংবর্ধনা
দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ

দুপচাঁচিয়ায় ঢাকা দক্ষিন মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতা শরণকে সংবর্ধনা

দুপচাঁচিয়ার কৃতি সন্তান রাশেদুজ্জামান সরদার শরণ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ঢাকা দক্ষিন মহানগর শাখার উপ-ধর্ম বিষয়ক সম্পাদক হওয়ায় দুপচাঁচিয়া পৌর স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে এক আলোচনা সভা গত ৭নভেম্বর সোমবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে দুপচাঁচিয়া পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নাঈমুর রহমান জিহাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু মুসা প্রাং এর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি আব্দুস সবুর খন্দকার। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন ঢাকা দক্ষিন মহানগর স্বেচ্ছাসেবকলীগের উপ-ধর্ম বিষয়ক সম্পাদক রাশেদুজ্জামান সরদার শরণ। প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ইউসুফ আলী খান আঙ্গুর। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি আব্দুল হাকিম মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক উপেন চন্দ্র, সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ রিপন আলী, দপ্তর সম্পাদক মেহেদী হাসান, সাবেক সহসভাপতি এমকে আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল ইসলাম মুন্না, সাধারণ সম্পাদক নূর ইসলাম, ছাত্রলীগ নেতা সৃষ্টি, পৌর স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু প্রাং, সাংগঠনিক সম্পাদক ফাইম মিয়া, জিয়ানগর ইউনিয়ন স্বেচ্চাসেবকলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সভাপতি আজিজ পাটোয়ারী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিক হোসেন প্রমুখ। পরে পৌর স্বেচ্ছাসেবকলীগের পক্ষ থেকে সংবর্ধিত অতিথিকে সংবর্ধনা প্রদান করা হয়। 

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন