খেরসন থেকে সৈন্য প্রত্যাহারের ঘোষণা রাশিয়ার | Daily Chandni Bazar খেরসন থেকে সৈন্য প্রত্যাহারের ঘোষণা রাশিয়ার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২২ ১১:০২
খেরসন থেকে সৈন্য প্রত্যাহারের ঘোষণা রাশিয়ার
অনলাইন ডেস্ক

খেরসন থেকে সৈন্য প্রত্যাহারের ঘোষণা রাশিয়ার

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় গুরুত্বপূর্ণ শহর খেরসন থেকে সৈন্য প্রত্যাহারের ঘোষণা দিয়েছে রাশিয়া। রাশিয়ার দখল করা ইউক্রেনের আঞ্চলিক রাজধানীগুলোর মধ্যে এটি একটি। বুধবার (৯ নভেম্বর) টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু ডিনিপ্রো নদীর ওপার থেকে সৈন্য প্রত্যাহারের ঘোষণা দেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বিবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে যুদ্ধ পরিচালনার জন্য নিযুক্ত রুশ জেনারেল সের্গেই সুরোভিকিন বলেছেন, শহরটি রসদ সরবরাহ বজায় রাখা আর সম্ভব নয়।

খেরসন থেকে রুশ সৈন্যদের প্রত্যাহারের অর্থ হলো, নিপার নদীর পশ্চিম তীরে অবস্থিত ইউক্রেনীয় ভূখণ্ড রাশিয়ার সৈন্য মুক্ত হওয়া। সুরোভিকিন এ সিদ্ধান্তকে একটি কঠিন সিদ্ধান্ত বলে আখ্যা দিয়েছেন।

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন