নওগাঁর রাণীনগরে বিষপ্রয়োগ করে প্রায় ৩লক্ষ টাকার দেশীয় প্রজাতির মাছ নিধন কারা হয়েছে। উপজেলার ৭নং একডালা ইউনিয়নের স্থল জামে মসজিদের বেড়াকোলা নামক বিলের ৫টি পুকুর একই গ্রামের মোঃ জাফের আলী প্রাং তিন বছরের জন্য স্থল জামে মসজিদ কমিটির কাছ থেকে সাড়ে ৯লক্ষ টাকায় লিজ গ্রহন করে মাছ করে আসছিলো। বৃহস্পতিবার রাতে কে বা কাহারা পূর্ব শত্রুতার জের ধরে বিলের মধ্যে ৫টিপুকুরে বিষপ্রয়োগ করে প্রায় ৩লক্ষ টাকার দেশীয় প্রজাতির মাছ নিধন করে। পুকুর মালিক মোঃ জাফের আলী প্রাং জানান, তিনি স্থল জামে মসজিদের বিল ৩বছরের জন্য লিজ নিয়ে মাছ চাষ করে আসছি গত বৃহস্পতিবার রাতে কে বা কাহার পূর্ব শত্রুতার জের ধরে আমার লিজকৃত বিলের পুকুরে থাকা দেশীপ্রজাতির বোয়াল,শৈল,শিং,টেংরাসহ বিভিন্ন দেশীয় প্রজাতির মাছ বিষ প্রয়োগকরে নিধন করে এবং গত বছর একই অবস্থায় এই লিজকৃত পুকুরগুলোতে বিষপ্রয়োগে প্রায়২লক্ষ টাকার দেশীয় প্রজাতির মাছ নিধন করেছিলো তবে এবিষয়ে এখনো থানায় কোন অভিযোগ দায়ের করিনি ২/১দিনের মধ্যে অভিযোগ দায়ের করবে বলে জানান পুকুর মালিক জাফের আলী প্রাং
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন