মিশরে বাস খালে পড়ে ১৯ জনের মৃত্যু | Daily Chandni Bazar মিশরে বাস খালে পড়ে ১৯ জনের মৃত্যু | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২২ ১০:৫১
মিশরে বাস খালে পড়ে ১৯ জনের মৃত্যু
অনলাইন ডেস্ক

মিশরে বাস খালে পড়ে ১৯ জনের মৃত্যু

মিশরের উত্তরাঞ্চলে মহাসড়কে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

দেশটির নিরাপত্তা বাহিনীর সূত্রে জানা গেছে, গত শনিবার, যাত্রীবাহি বাসটি ৩৫ জন আরোহী নিয়ে উত্তরের ডাকাহলিয়া রাজ্যের আগা শহরের মানসুরিয়া খালে পড়ে যায়। এতেই হতাহতের ঘটনা ঘটে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্র: রয়টার্স

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন