আসাফো বগুড়া জেলা কমিটির মতবিনিময় সভা | Daily Chandni Bazar আসাফো বগুড়া জেলা কমিটির মতবিনিময় সভা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২২ ০০:৪৭
আসাফো বগুড়া জেলা কমিটির মতবিনিময় সভা
ষ্টাফ রিপোর্টার

আসাফো বগুড়া জেলা 
কমিটির মতবিনিময় সভা

বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম (আসাফো) বগুড়া জেলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে বগুড়া শহরেরর বিআরটিসি মার্কেটের দ্বিতীয় তলায় অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি আবু সাঈদ সিদ্দিকী। জেলা কমিটির সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন এর সঞ্চালনায় সভায় কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।  সভায় জেলা কমিটির উপদেষ্টা নিয়োগ ও আগমী দিনের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। আলোচনায় অংশ নেন জেলা কমিটির সহ সভাপতি খালেদুল ইসলাম, যুগ্ম সম্পাদক পঙ্কজ মূখার্জী, যুগ্ম সম্পাদক গোলাম রব্বানী, সাংগঠনিক সম্পাদক মীম, দপ্তর সম্পাদক কামরুল ইসলাম, প্রচার সম্পাদক রুবেল মিয়া, অর্থ সম্পাদক সুপিন বর্মন, নির্বাহী সদস্য শরিফুল ইসলাম বাবু, সুবল দাস, জয় প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতানা সঙ্গী করে আওয়ামী সাংস্কৃতিক ফোরাম এগিয়ে যাবে। বগুড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নমুলক কর্মকান্ড, সাংস্কৃতিক কর্মীদের উন্নয়ন, রাজনৈতিক কর্মকান্ডকে এগিয়ে নিতে সহযোগিতা করার বিষয়ে একমত পোষন করা হয়।

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন