ভারতে এক সপ্তাহে তিন বার ভূমিকম্প | Daily Chandni Bazar ভারতে এক সপ্তাহে তিন বার ভূমিকম্প | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২২ ১১:২৬
ভারতে এক সপ্তাহে তিন বার ভূমিকম্প
অনলাইন ডেস্ক

ভারতে এক সপ্তাহে তিন বার ভূমিকম্প

ভারতে এক সপ্তাহে তিন বার ভূমিকম্প হয়েছে। সবশেষ রোববার দিবাগত গভীর রাতে দেশটির পাঞ্জাবের অমৃতসারে ৪ দশমিক ১ মাত্রা কম্পন অনুভূত হয়েছে। কম্পনটি বেশ কিছুক্ষণ স্থায়ী হয়েছিল। তবে ভূমিকম্পে এখনও ক্ষয়ক্ষতির কোনো খবর নেই।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)’র দাবি, ভূমিকম্পের উৎসস্থল মাটি থেকে ১২০ কিলোমিটার গভীরে। রাত ৩টা ৪২ মিনিটে কম্পন অনুভূত হয়। কম্পনের উৎসস্থল পশ্চিম ও উত্তর-পশ্চিম অমৃতসর।

এর আগে কয়েক দিনের ব্যবধানে পরপর দুইবার ভূমিকম্প অনুভূত হয়েছিল দিল্লিতে। মঙ্গলবার (৮ নভেম্বর) গভীর রাতে দিল্লিতে ভূমিকম্প হয়, রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৬ দশমিক ১। এরপর শনিবার (১২ নভেম্বর) আবার ভূমিকম্পে কেঁপে উঠে রাজধানী। প্রায় ৫ সেকেন্ড স্থায়ী হয়েছিল সেই ভূমিকম্প। কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৪। উভয় ক্ষেত্রেই কম্পনের উৎসস্থল ছিল নেপাল। পর পর তিন বারের ভূমিকম্পে আতঙ্ক সৃষ্টি হয়েছে সেখানকার বাসিন্দাদের মাঝে।

সূত্র : আনন্দবাজার

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন