দুপচাঁচিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক ও সুধী সমাবেশ | Daily Chandni Bazar দুপচাঁচিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক ও সুধী সমাবেশ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২২ ০১:০৮
দুপচাঁচিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক ও সুধী সমাবেশ
দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ

দুপচাঁচিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক ও সুধী সমাবেশ

দুপচাঁচিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক ও সুধী সমাবেশ এবং কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার দুপুরে বিদ্যালয় চত্বরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাসার এর সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার শাহ মোঃ মাহমুদুন্নবী এর পরিচালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সুমন জিহাদী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, উপজেলা আ’লীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শরীফ আহম্মদ, সদর ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, অভিভাবক জাহিদুল ইসলাম কাজল প্রমুখ। এদিন বিভিন্ন বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ২’শ ২৬জন শিক্ষার্থী লিখিত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন। এসময় বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। 

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন