নন্দীগ্রামে গাছ কাটতে গিয়ে শ্রমিকের মৃত্যু | Daily Chandni Bazar নন্দীগ্রামে গাছ কাটতে গিয়ে শ্রমিকের মৃত্যু | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২২ ০১:১১
নন্দীগ্রামে গাছ কাটতে গিয়ে শ্রমিকের মৃত্যু
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ

নন্দীগ্রামে গাছ কাটতে গিয়ে শ্রমিকের মৃত্যু

বগুড়ার নন্দীগ্রামে  গাছ কাটতে গিয়ে আজিজুল হক (৪০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (১৪ নভেম্বর) উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের মুরাদপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ইউপি সদস্য মহিদুল ইসলাম বাবু। তিনি উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের রিধইল গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। নিহতের পরিবার জানান, সোমবার সকালে ১নং বুড়ইল ইউয়িনের মুরাদপুর গ্রামে একটি বাগানে গাছ কাটতে যান। গাছ কাটার সময় কাটা গাছের একটি অংশ এসে বুকের ডান পাশে লাগলে তিনি গুরুতর আহত হন। সহপাঠী শ্রমিকরা সঙ্গে সঙ্গে  আজিজুলকে নিয়ে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত  চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন