পা পিছলে পড়ে গেলেন ইন্দোনেশিয়ার ফার্স্ট লেডি | Daily Chandni Bazar পা পিছলে পড়ে গেলেন ইন্দোনেশিয়ার ফার্স্ট লেডি | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২২ ১৫:০০
পা পিছলে পড়ে গেলেন ইন্দোনেশিয়ার ফার্স্ট লেডি
অনলাইন ডেস্ক

পা পিছলে পড়ে গেলেন ইন্দোনেশিয়ার ফার্স্ট লেডি

বিশ্বের ধনী দেশগুলোর অর্থনৈতিক জোট জি-২০-এর সম্মেলন হচ্ছে ইন্দোনেশিয়ার বালিতে। মঙ্গলবার (১৫ নভেম্বর) শুরু হয়েছে সম্মেলনের মূল আনুষ্ঠানিকতা। তবে এর একদিন আগে ঘটে একটি বিব্রতকর ঘটনা। এরই মধ্যে সেই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে ইনস্টাগ্রামে।

জি-২০ সম্মেলনে যোগ দিতে প্রেসিডেন্ট জোকো উইদোদোর সঙ্গে সোমবার (১৪ নভেম্বর) বিমানযোগে বালিতে পৌঁছান দেশটির ফার্স্ট লেডি ইরিয়ানা জোকো উইদোদো। বিমান থেকে হাত ধরেই নামছিলেন তারা। হঠাৎ ঘটে বিপত্তি। পা পিছলে পড়ে যান ফার্স্ট লেডি ইরিয়ানা জোকো উইদোদো।

প্রেসিডেন্ট জোকো উইদোদো ফার্স্ট লেডিকে তুলতে গিয়েও ব্যর্থ হন। পরে অন্যরা ছুটে আসেন। যদিও পরে তিনি ধীরে ধীরে জোকো উইদোদোর হাত ধরে সম্মেলনস্থলে পৌঁছান।

সূত্র: জিও নিউজ

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন