করোনা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ উন্নয়নের গতি শ্লথ করেছে: প্রধানমন্ত্রী | Daily Chandni Bazar করোনা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ উন্নয়নের গতি শ্লথ করেছে: প্রধানমন্ত্রী | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২২ ১৫:২৭
করোনা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ উন্নয়নের গতি শ্লথ করেছে: প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক

করোনা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ উন্নয়নের গতি শ্লথ করেছে: প্রধানমন্ত্রী

বাংলাদেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমরা এগিয়ে যাবো। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো আমাদের উন্নয়নের যে গতি, তা কিছুটা হলেও শ্লথ হয়ে গেছে। এর মূল কারণ হলো একদিকে করোনাভাইরাসের অভিঘাত, অন্যদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে নিষেধাজ্ঞার বিপরীতে নিষেধাজ্ঞা। যার ফলে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে।

মঙ্গলবার (১৫ নভেম্বর) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, এই মন্দা মোকাবিলার জন্য আমাদেরও প্রস্তুতি নিতে হবে। আমরা ফায়ার সার্ভিসকে অনেক জমি দিয়েছি। যার যেখানে কর্মস্থল এবং যার যেখানে খালি জমি আছে, সেখানে আপনারা বৃক্ষ রোপণ করবেন। নিজেদের চাহিদা নিজেরা পূরণ করার চেষ্টা করবেন, যাতে বিশ্বের এই মন্দাটা আমাদের দেশে না পড়ে।

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন