বগুড়ায় নানা আয়োজনে কলেজ থিয়েটারের নবান্ন উৎসব কাল | Daily Chandni Bazar বগুড়ায় নানা আয়োজনে কলেজ থিয়েটারের নবান্ন উৎসব কাল | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২২ ২২:৪১
বগুড়ায় নানা আয়োজনে কলেজ থিয়েটারের নবান্ন উৎসব কাল
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় নানা আয়োজনে কলেজ 
থিয়েটারের নবান্ন উৎসব কাল

নানা আয়োজনে ও উৎসবমুখর অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনব্যাপী নবান্ন উৎসবের আয়োজন করেছে কলেজ থিয়েটার বগুড়া। ১৬ নভেম্বর সকাল ১০ টায় কলেজ থিয়েটার বগুড়ার আয়োজনে ও সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের বাংলা বিভাগের সহযোগিতায় এবারের এক যুগ পূর্তি নবান্ন উৎসব অনুষ্ঠিত হবে।
সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থীদের নিয়ে গড়া নাট্য সংগঠন কলেজ থিয়েটারের আয়োজনে এই অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ এর অধ্যক্ষ প্রফেসর জোহরা ওয়াহিদা রহমান। উদ্বোধন করবেন সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সভাপতি তৌফিক হাসান ময়না। প্রধান আলোচক থাকবেন সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ এর উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ বেল্লাল হোসেন। সম্মানি ত অতিথি হিসেবে থাকবেন শিক্ষা প্রতিষ্ঠানের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান দেবদুলাল দাস, সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সহ সভাপতি লায়ন আতিকুর রহমান মিঠু, সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, দৈনিক উত্তরের দর্পণ পত্রিকার সম্পাদক আব্দুস সালাম বাবু, সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ এর ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আই আর এম সাজ্জাদ হোসেন, সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ এর রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দা রুবিনা সিদ্দিকা। সভাপতিত্ব করবেন কলেজ থিয়েটারের আহবায়ক রবিউল করিম হৃদয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কলেজ থিয়েটারের যুগ্ম আহবায়ক ঐশী রায়। 
অনুষ্ঠানের মধ্যে থাকছে সকাল সাড়ে ১০ টায় নবান্ন শোভাযাত্রা, বেলা ১১টায় উদ্বোধন, সাড়ে ১১টায় নবান্নের নৃত্য, কথা, গান, নাটক, কবিতা আবৃত্তি, ও ১০৫ তম ফিউশন বাউল মঞ্চায়ন হবে এবং শেষে নাটক বিশ^কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জুতা আবিস্কার মঞ্চায়ন হবে। নাটকটির নির্দেশনা দিয়েছেন বিধান রায়।
 
 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন