গাবতলীতে সজিব হত্যার বিচার দাবীতে মানববন্ধন | Daily Chandni Bazar গাবতলীতে সজিব হত্যার বিচার দাবীতে মানববন্ধন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২২ ০১:০৯
গাবতলীতে সজিব হত্যার বিচার দাবীতে মানববন্ধন
গাবতলী (বগুড়া) প্রতিনিধি

গাবতলীতে সজিব
হত্যার বিচার দাবীতে
মানববন্ধন

সজিব হত্যার বিচারের দাবীতে গতকাল বুধবার বগুড়া গাবতলীর সোনারায় গ্রামে এলাকাবাসীর উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন নিহত সজিব মিয়ার মা বেলি বেগম, বোন শিমু বেগম, গণ্যমান্যদের মধ্যে প্রভাষক রফিকুল ইসলাম, সিরাজুল ইসলাম, দুলাল করিম দুলাল, ইউপি সদস্য মহিদুল ইসলাম, খোরশেদ আলম, শাহ সুলতান, মাহফুজার রহমান, সাইফুল ইসলাম, জাহাঙ্গীর আলম, হাবিল প্রামানিক, তারাজুল ইসলাম, আবুল ফজল, শহীদুল ইসলামসহ শত শত নারী-পুরুষ। উল্লেখ্য, উপজেলার সোনারায় গ্রামের জহুরুল ইসলামের ছেলে সজিব মিয়া টাঙ্গাইলের সমাজসেবা অফিসে চাকুরীতে যোগদানের উদ্দেশ্যে গত ১৩নভেম্বর  সকালে বাড়ী হতে বের হয়। পরদিন বিকেলে সজিবের অভিভাবকরা ফেসবুকের মাধ্যমে জানতে পেয়ে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কাঠামোড় নামকস্থান থেকে সজিবের লাশ সনাক্ত করে। এ ঘটনায় সজিবের মা বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় অজ্ঞাতদের নামে একটি মামলা দায়ের করে। তবে সজিবের অভিভাবকদের অভিযোগ, গাবতলীর তেলিহাটা গ্রামের শফিকুল ইসলাম নামের জনৈক এক ব্যক্তি চাকুরী দেয়ার নামে ১৭লাখ টাকা নিয়েছিলো। সজিব হত্যাকান্ডের সাথে শফিকুল জড়িত থাকতে পারে বলে ওই অভিভাবকদের ধারনা। 

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন