সংসদের সংরক্ষিত আসন-১৯ এর শূন্য আসনের উপ-নির্বাচনে বিজয়ী মোছা. ডরথী রহমান সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। আওয়ামী লীগের সংসদীয় কোটায় এ আসনের সাবেক এমপি এ্যানী রহমান-এর মৃত্যুতে আসনটি শূন্য ঘোষিত হয়।
ওই আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পান ডরথী রহমান। গত ১ নভেম্বর তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন। গত ১১ অক্টোবর ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ্যানী রহমান মৃত্যুবরণ করেন।
সংসদের গণসংযোগ বিভাগ জানায়, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বুধবার জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে মোছা. ডরথী রহমানকে সংসদ সদস্য হিসেবে শপথ বাক্য পাঠ করান।
শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম। অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ও হুইপ ইকবালুর রহিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।