দুপচাঁচিয়ায় সাংবাদিক লিটনের চাচার মৃত্যু উপজেলা প্রেসক্লাবের বিবৃতি প্রদান | Daily Chandni Bazar দুপচাঁচিয়ায় সাংবাদিক লিটনের চাচার মৃত্যু উপজেলা প্রেসক্লাবের বিবৃতি প্রদান | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২২ ২২:২১
দুপচাঁচিয়ায় সাংবাদিক লিটনের চাচার মৃত্যু উপজেলা প্রেসক্লাবের বিবৃতি প্রদান
দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ

দুপচাঁচিয়ায় সাংবাদিক লিটনের চাচার মৃত্যু 
উপজেলা প্রেসক্লাবের বিবৃতি প্রদান

দুপচাঁচিয়ায় উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি ও দৈনিক প্রভাতের আলো পত্রিকার উপজেলা প্রতিনিধি কামরুল হাসান লিটনের চাচা আলহাজ্ব মজনুর রহমান(৭০) কিডনীজণিত রোগে আক্রান্ত হয়ে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) চিকিৎসাধীন অবস্থায় গত ১৮নভেম্বর শুক্রবার দুপুরে ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ছেলে ১মেয়ে, নাতী-নাতনী সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। এদিন বাদ  এশা জানাজার নামাজ শেষে পারিবারিক গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। মরহুমের রুহের মাগফেরাত কামনা করে ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আঃবঃমঃ আবু আব্দুল্লাহ প্রিন্স, সহসভাপতি আখতারুজ্জামান তুহিন, শহীদুর রহমান, সাধারণ সম্পাদক আবু কালাম আজাদ, যুগ্ম সম্পাদক এম,ডি শিমুল, কোষাধ্যক্ষ অরবিন্দ কুমার দাস, সাংগঠনিক সম্পাদক মোসফিকুর রহমান সবুজ, প্রচার সম্পাদক আবু রায়হান চৌধুরী, সাহিত্য সম্পাদক গোলাম মুক্তাদির সবুজ, সহপ্রচার সম্পাদক আবু রায়হান প্রাং, সদস্য আজিজুল হক, বাহারাম আলী, এসএম সাহিদ, খাইরুল ইসলাম দেওয়ান, আলাল হোসাইন, আরিফুর রহমান প্রমুখ।  

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন