কোনো অপশক্তি ন্যায্য অধিকার আদায়ের এ আন্দোলন দাবায়ে রাখতে পারবে না | Daily Chandni Bazar কোনো অপশক্তি ন্যায্য অধিকার আদায়ের এ আন্দোলন দাবায়ে রাখতে পারবে না | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২২ ২২:৩১
কোনো অপশক্তি ন্যায্য অধিকার আদায়ের এ আন্দোলন দাবায়ে রাখতে পারবে না
নিজস্ব প্রতিবেদক

কোনো অপশক্তি ন্যায্য অধিকার আদায়ের
এ আন্দোলন দাবায়ে রাখতে পারবে না

শুক্রবার সন্ধ্যায় ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে সাতমাথা টেম্পল রোডস্থ আওয়ামী লীগ দলীয় কার্যালয় থেকে বগুড়া জেলা ছাত্রলীগের কমিটিতে অযোগ্য, অছাত্র, ব্যবসায়ী, মাদক মামলার আসামী, বহিরাগত ও জেলা ছাত্রলীগের সাথে সম্পৃক্ত না থাকা ঘোষিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, অযোগ্য, বহিরাগত ও ব্যবসায়ীদের কমিটি বাতিল না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চলবে। কোনো অপশক্তি ন্যায্য অধিকার আদায়ের এ আন্দোলন দাবায়ে রাখতে পারবে না। সেইসাথে শনিবার সকাল ১১টায় বগুড়া প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনের আহ্বান করা হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ, বগুড়া সদর উপজেলা শাখার সভাপতি মোঃ ওবাইদুল্লাহ সরকার স্বপন, শহর ছাত্রলীগের সভাপতি সুজিত কুমার দাস, সরকারি শাহ সুলতান কলেজ শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাব্বী স্বাধীন। ছাত্রলীগ নেতা সিদ্ধার্থ কুমার দাস, নূর মোহাম্মদ সাগর, রাকিব হাসান, মিনহাজুল ইসলাম সজল, আহসান হাবিব শুভ, ইমরান হোসেন, মিল্লাত হোসেন, মাহমুদুল বারী রিয়্যাল, সাদিকুল ইসলাম শুভ,আবির হোসেন বিদ্যুৎ, আলী কাউছার, মিফতাহুল কবির হৃদয়, এন.এম আকাশ, মোতাহার হোসেন, রায়াত হোসেন দুর্জয়, মেহেদী হাসান মুন্না, নাজিম আহমেদ, জোবায়ের সরকার শিহাব প্রমুখ।

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন