বগুড়ায় রাসায়নিক মিশ্রণ দিয়ে দই-মিষ্টি তৈরির অপরাধে জরিমানা | Daily Chandni Bazar বগুড়ায় রাসায়নিক মিশ্রণ দিয়ে দই-মিষ্টি তৈরির অপরাধে জরিমানা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২২ ২৩:৪৬
বগুড়ায় রাসায়নিক মিশ্রণ দিয়ে দই-মিষ্টি তৈরির অপরাধে জরিমানা
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় রাসায়নিক মিশ্রণ দিয়ে 
দই-মিষ্টি তৈরির অপরাধে জরিমানা

বগুড়ার শেরপুর উপজেলায় দই কারখানায় অভিযান চালিয়ে জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার দুপুরে উপজেলার শেরপুর রোডের গাড়িদহ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।
তিনি জানান, অর্থদণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানের নাম শম্বা দধি ভাণ্ডার। দই-মিষ্টি তৈরিতে নিষিদ্ধ রং ও রাসায়নিক মিশ্রণ করায় ওই প্রতিষ্ঠানের মালিক আব্দুল সবুর মিন্টুকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। অভিযানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন