৩০ কেজির ‘গোল্ডফিশ’ | Daily Chandni Bazar ৩০ কেজির ‘গোল্ডফিশ’ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২২ ১১:১৭
৩০ কেজির ‘গোল্ডফিশ’
অনলাইন ডেস্ক

৩০ কেজির ‘গোল্ডফিশ’

ফ্রান্সের শ্যামপেন অঞ্চলে ব্লু ওয়াটার লেকে মাছ ধরার সময় বিশাল একটি গোল্ডফিশ ধরেছেন ৪২ বছর বয়সি জেলে অ্যান্ডি হ্যাকেত। মাছটির ওজন ৬৭.৪ পাউন্ড বা ৩০ কেজি ৫৭২ গ্রাম।

মাছটির অস্তিত্ব নিয়ে বহু দিন ধরেই অবগত ছিলেন স্থানীয় মৎস্যশিকারীরা। গাজরের মতো রঙের জন্য মাছটির পরিচিত ছিল ‘ক্যারট’ নামে। অ্যান্ডিও স্বীকার করেছেন সে কথা। কিন্তু তিনি নিজেই মাছটি ধরতে পারবেন, তা স্বপ্নেও ভাবেননি। কারণ, মাছটি সহজে জলের উপরের দিকে আসত না।

এদিকে, গোল্ডফিশের মতো দেখতে হলেও মাছটিকে খাঁটি গোল্ডফিশ বলতে নারাজ কেউ কেউ। অ্যাকোয়ারিয়ামে যে গোল্ডফিশ দেখা যায় তার থেকে আলাদা এটি। মাছটি লেদার কার্প এবং কোই কার্পের একটি সংকর প্রজাতি। এই মাছটির বয়স প্রায় ২০ বছর। ১৫ বছর আগে জলে ছাড়া হয় মাছটিকে। ব্লু ওয়াটার লেক বলে যে জলাশয়ে মাছটি ধরা পড়েছে, সেই জলাশয়ের মুখপাত্র এমনটাই জানিয়েছেন সংবাদমাধ্যমে।

এরআগে ২০১৯ সালে যুক্তরাষ্টের মিনেসোটাতে একটি বড় মাপের গোল্ডফিশ ধরেন জেসন ফুগেট নামের এক ব্যক্তি। সেই মাছটিকেই এত দিন সবচেয়ে বড় গোল্ড ফিশ ধরা হত। কিন্তু অ্যান্ডির ধরা মাছটির ওজন তার থেকেও ১৩ কিলোগ্রাম বেশি।

সূত্র: আনন্দবাজার

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন