চীনে শি জিনপিং এর পদত্যাগের দাবি প্রকাশ্যে | Daily Chandni Bazar চীনে শি জিনপিং এর পদত্যাগের দাবি প্রকাশ্যে | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২২ ১০:৪৭
চীনে শি জিনপিং এর পদত্যাগের দাবি প্রকাশ্যে
অনলাইন ডেস্ক

চীনে শি জিনপিং এর পদত্যাগের দাবি প্রকাশ্যে

চীনে করোনা বিধিনিষেধের বিরুদ্ধে বিক্ষোভ জোরদার হচ্ছে। বিক্ষোভকারীরা প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করে রাস্তায় নামছেন। শুধু বিক্ষোভ করেই ক্ষান্ত হয়নি তারা। এবার কেউ কেউ শি জিনপিং এবং কমিউনিস্ট পার্টির পদত্যাগের দাবিও তুলছেন।

ইতিমধ্যেই সাংহাই শহরে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। তাদের অনেককে পুলিশের গাড়িতে তুলতে দেখা গেছে।

‘শি জিনপিং সরে দাঁড়ান’ ‘কমিউনিস্ট পার্টি সরে দাঁড়াও’ বলে স্লোগান দিয়ে বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের পদত্যাগ চাইছেন। তাদের অনেকের হাতে ফাঁকা সাদা ব্যানার ছিল। অনেকেই আবার মোমবাতি জ্বালিয়ে ও ফুল দিয়ে উরুমছি শহরে নিহতদের শ্রদ্ধা জানিয়েছে।

সম্প্রতি উরুমছিতে একটি ভবনে আগুন লেগে ১০ জন নিহত হয়। তারা ভবনে আটকা পড়ার জন্য কোভিড বিধিনিষেধকে দায়ী করা হচ্ছে।

চীনে রাজনৈতিক অবকাঠামো ভিন্ন হওয়ায় সেখানে সরকার প্রধানের পদত্যাগ দাবি তোলার ঘটনা বিরল। শি জিনপিং ও কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে প্রকাশ্যে পদত্যাগের দাবি তোলাকে প্রথম ঘটনা হিসেবে বিবেচিত করা হচ্ছে। কারণ, দেশটির আইন অনুসারে, সরকার নিয়ে সরাসরি কোনও সমালোচনার ফল হতে পারে কঠোর শাস্তি।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন