নন্দীগ্রামে উপজেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত | Daily Chandni Bazar নন্দীগ্রামে উপজেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩ ডিসেম্বর, ২০২২ ২৩:১৪
নন্দীগ্রামে উপজেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধিঃ

নন্দীগ্রামে উপজেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

বগুড়ার নন্দীগ্রামে উপজেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বগুড়া জেলা ছাত্রলীগের কমিটিতে অযোগ্য, অছাত্র, ব্যবসায়ী, মাদক মামলার আসামী, বহিরাগত ও জেলা ছাত্রলীগের সাথে সম্পৃক্ত না থাকা ঘোষিত কমিটি বাতিলের দাবিতে গতকাল বগুড়ার নন্দীগ্রামে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শুভ আহমেদের সভাপতিত্বে ও যুগ্ন সাধারন সম্পাদক ফজলে রাব্বী রিফাতের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নন্দীগ্রাম উপজেলা যুবলীগের সভাপতিও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান,  শ্রী দুলাল চন্দ্র মহন্ত। সাধারন সম্পাদক মাহমুদ আশরাফ মামুন, উপজেলা ছাত্রলীগের  সহ-সভাপতি, জয়দেব চন্দ্র রায়। পৌর ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম দুলাল, বুড়ইল ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক আবু রায়হান, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রনেতা শুভ আহমেদ, রিমু, রাসেল, শিকু, ছাত্রলীগ নেতা রাব্বি, পায়েল, দেলোয়ার সাগর, জয়, তানভির রবিউল, শুভ সামিউল প্রমুখ।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন