নন্দীগ্রামে এসএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা | Daily Chandni Bazar নন্দীগ্রামে এসএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩ ডিসেম্বর, ২০২২ ২৩:১৬
নন্দীগ্রামে এসএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ

নন্দীগ্রামে এসএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

বগুড়ার নন্দীগ্রামে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করে সাফল্যের সাথে উত্তীর্ণ হওয়া ১৪জন কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শিক্ষায় অনুপ্রেরণা দিতে তাদের সুচক ক্রেস্ট প্রদান করা হয়। গতকাল শনিবার দুপুরে উপজেলার ভাটরা গ্রামের আকন্দপাড়ায় সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করে প্রাক্তন শিক্ষার্থী ও মিলেনিয়াম একাডেমির পরিচালক মো. মেহেদী হাসান। ভাটরা খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক ইসমাইল হোসেন খানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক আকরাম হোসেন, সহকারি শিক্ষক আব্দুল লতিফ, সাবেক সেনা সদস্য নজরুল ইসলাম, সাবেক ব্যাংক কর্মকর্তা এনামুল হক বুলু, সাবেক ইউপি সদস্য আব্দুল আজিজ, স্বেচ্ছাসেবক লীগ নেতা বাশার লিমন, ব্যবসায়ী আমিনুল আসলামসহ অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন