বকশিবাজারে মাদরাসা শিক্ষার্থী-পুলিশের সংঘর্ষ | Daily Chandni Bazar বকশিবাজারে মাদরাসা শিক্ষার্থী-পুলিশের সংঘর্ষ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৭ ডিসেম্বর, ২০২২ ১৫:৫১
বকশিবাজারে মাদরাসা শিক্ষার্থী-পুলিশের সংঘর্ষ
অনলাইন ডেস্ক

বকশিবাজারে মাদরাসা শিক্ষার্থী-পুলিশের সংঘর্ষ

পুরান ঢাকার বকশিবাজার কেন্দ্রীয় খেলার মাঠ উদ্বোধনকে কেন্দ্র করে মাদ্রাসা-ই-আলিয়ার শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে।

বুধবার (৭ ডিসেম্বর) দুপুর ১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় আল আমিন নামে এক শিক্ষার্থীকে আটক করে পুলিশ।

দুপুরে এ মাঠ উদ্বোধন করার কথা ছিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসের। এর প্রতিবাদে বেলা ১১টা থেকে বিক্ষোভ করছিলেন মাদ্রাসা-ই-আলিয়ার শিক্ষার্থীরা। তাদের দাবি, সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার নিজস্ব মাঠ। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সরকারি বকশিবাজার কেন্দ্রীয় খেলার মাঠে নামে উদ্বোধন করতে চাচ্ছে। তাই তারা প্রতিবাদ জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, এ মাঠ উদ্বোধন করতে তাপস পৌঁছানো মাত্রই শিক্ষার্থীরা মাঠের ভেতর থেকে ইট পাটকেল, চেয়ার ছুড়ে মারতে শুরু করে। এরপর মেয়র মাঠের উদ্বোধন না করেই দ্রুত স্থান ত্যাগ করেন।

সংঘর্ষ চলাকালে পুলিশ কয়েক রাউন্ড গুলি চালিয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন