বিশ্বকাপের অন্যতম সেরা সফল দল হলো জার্মানি। আর সেই জার্মানির কিনা ২০১৪ বিশ্বকাপ জয়ের পর হতশ্রী অবস্থা। টানা দুই বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে জার্মানরা। বিশ্বকাপে নিজেদের ভাগ্যের এমন শনির দশা এর আগে দেখেনি তারা। গ্রুপ পর্বেই জাপানের কাছে হেরে বসেছিল জার্মানরা। এবার বিশ্বকাপ ব্যর্থতায় জার্মানির ফুটবলারদের গার্লফ্রেন্ড ও স্ত্রীদের দুষছে জার্মান ফুটবল ফেডারেশন।
হান্সি ফ্লিকের দল বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচেই জাপানের কাছে হারে। দ্বিতীয় ম্যাচে ড্র করে স্পেনের সঙ্গে। শেষ ম্যাচে কোস্টারিকার বিপক্ষে জিতেও লাভ হয়নি তাদের। কেননা স্পেন হেরে বসে জাপানের কাছে।
জার্মানি পত্রিকা ‘বিল্ড’ এর খবর বলছে, বিশ্বকাপ ব্যর্থতার পর দলের কোচের সঙ্গে জরুরি মিটিংয়ে বসেন জার্মান ফুটবল ফেডারেশনের সভাপতি বার্ন্ড নেউনডোর্ফ ও সহ-সভাপতি হান্স জোয়াকিম ভাতজকে।
জরুরি সেই মিটিংয়ে জানানো হয়, স্কোয়াডের কিছু খেলোয়াড় দলের হোটেলে খেলোয়াড়দের স্ত্রী ও গার্লফ্রেন্ডের ঢোকার প্রবেশ দেওয়ায় অসন্তুষ্টি প্রকাশ করেন। এটা তাদেরকে অনেকটা অবকাশ যাপনের মত অনুভূতি এনে দিয়েছিল। যার কারণে পারফরম্যান্সেও ভাটা পড়ে।
কোস্টারিকার বিপক্ষে ম্যাচের আগে স্কোয়াডের অনেকেই তাদের পছন্দের মানুষ নিয়ে হোটেলে সময় কাটান। যা জার্মান ফুটবল ফেডারেশনের হর্তাকর্তাদের মনে রাগ ধরিয়ে দিয়েছে। যদিও কোচ হান্সি ফ্লিক এ ব্যাপারে কোন মন্তব্য করতে রাজি হননি।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন