খাদ্যশস্য রপ্তানিতে বেলারুশ ট্রানজিট ব্যবহার করতে পারে ইউক্রেন | Daily Chandni Bazar খাদ্যশস্য রপ্তানিতে বেলারুশ ট্রানজিট ব্যবহার করতে পারে ইউক্রেন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০২২ ১৬:২২
খাদ্যশস্য রপ্তানিতে বেলারুশ ট্রানজিট ব্যবহার করতে পারে ইউক্রেন
অনলাইন ডেস্ক

খাদ্যশস্য রপ্তানিতে বেলারুশ ট্রানজিট ব্যবহার করতে পারে ইউক্রেন

শর্ত ছাড়াই বেলারুশের ট্রানজিট পয়েন্ট ব্যবহার করে খাদ্যশস্য রপ্তানি করতে পারবে ইউক্রেন। জাতিসংঘের মুখপাত্র জানান, বেলারুশের তরফে দেশটির ট্রানজিট পয়েন্ট ব্যবহার করে লিথুয়ানিয়ার বন্দরে শস্য রপ্তানিতে সম্মতি জানিয়েছে।

জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক জানিয়েছেন, জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের সঙ্গে বেলারুশের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইউরি আমব্রেজভিচ নিউ ইয়র্কে বৈঠক করেন শুক্রবার। সেখানে তিনি শর্ত ছাড়াই ইউক্রেনের শস্য রপ্তানিতে ট্রানজিট পয়েন্ট ব্যবহারের এ অনুমতি দেন।

বৈঠক শেষে দুজেরিক আরও জানান, বেলারুশের উপ-পররাষ্ট্রমন্ত্রী, নিষেধাজ্ঞার মধ্যে পড়া দেশটির নিজস্ব সার রপ্তানির বিষয়টিও তুলে ধরেন। বেলারুশ বিশ্বের অন্যতম পটাশ সার উৎপাদনকারী দেশ। ২০২০ সাল থেকে ইউরোপীয় ইউনিয়নের সার রপ্তানি নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে দেশটি।

বেলারুশ কর্তৃপক্ষ গত জুনে বলেছিল বেলারুশকেও সেই বন্দরগুলো থেকে পণ্য পাঠানোর অনুমতি দেওয়া হলে এটি ইউক্রেনীয় শস্যের চালান বাল্টিক সাগর বন্দরে ট্রানজিট করতে দেবে। তবে ইউক্রেন সেই প্রস্তাবে রাজি হয়নি।

গত জুলাই মাসে জাতিসংঘ ও তুরস্ক দেশ দুটির প্রতিনিধিদের সঙ্গে নিয়ে কৃষ্ণসাগর দিয়ে খাদ্যশস্য রপ্তানি নিয়ে একটি চুক্তি সই করে।

ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া সামরিক অভিযান শুরুর পর থেকে কার্যত বন্ধ থাকে কৃষ্ণসাগরের বন্দরগুলো। শুধু ওডেসা বন্দরেই আটকা পড়ে ২৫ মিলিয়ন টন শস্য। চুক্তি সইয়ের ফলে রাশিয়ার খাদ্যপণ্যসহ সারও রপ্তানি হওযার কথা ছিল এই সমুদ্রপথে।

জাতিসংঘ বলছে, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন বিশ্বব্যাপী খাদ্য সংকটকে আরও গভীর করেছে। প্রায় ৪ কোটি ৭০ লাখ মানুষকে চরম ক্ষুধার দিকে ঠেলে দিয়েছে।

সূত্র: আল-জাজিরা

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন