জাতীয় পতাকা উত্তোলনে বিধি মেনে চলার আহ্বান | Daily Chandni Bazar জাতীয় পতাকা উত্তোলনে বিধি মেনে চলার আহ্বান | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০২২ ১৬:৩৭
জাতীয় পতাকা উত্তোলনে বিধি মেনে চলার আহ্বান
অনলাইন ডেস্ক

জাতীয় পতাকা উত্তোলনে বিধি মেনে চলার আহ্বান

মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর উদযাপন কর্মসূচির অংশ হিসেবে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবন, বিদেশে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশন এবং কনস্যুলার অফিসে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলনে যথাযথ বিধিমালা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

মঙ্গলবার সরকারি এক তথ্যবিবরণীতে এ আহ্বান জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় পতাকা বিধিমালা, ১৯৭২ (সংশোধিত ২০১০)’ এর বিধি ৩ অনুযায়ী ‘জাতীয় পতাকা’ গাঢ় সবুজ রঙের হবে এবং ১০ঃ৬ দৈর্ঘ্য ও প্রস্থের আয়তক্ষেত্রাকার সবুজ রঙের মাঝখানে একটি লাল বৃত্ত থাকবে। লাল বৃত্তটি পতাকার দৈর্ঘ্যের এক-পঞ্চমাংশ ব্যাসার্ধ বিশিষ্ট হবে। পতাকার দৈর্ঘ্যের নয়-বিংশতিতম অংশ হতে অঙ্কিত উল্লম্ব রেখা এবং পতাকার প্রস্থের মধ্যবর্তী বিন্দু হতে অঙ্কিত আনুভূমিক রেখার পরস্পর ছেদবিন্দুতে বৃত্তের কেন্দ্র বিন্দু হবে।’

জাতীয় পতাকার সঠিক মাপ ও যথাযথ নিয়ম অনুসরণ না করে অনেকে জাতীয় পতাকা উত্তোলন করে থাকেন, যা জাতীয় পতাকার অবমাননার শামিল বলেও এতে উল্লেখ করা হয়।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন