রাজধানীর মুগদা থানাধীন মান্ডা প্রথম গলি এলাকায় কুকুরের কামড়ে আলামিন (৩) নামে তিন মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১৪ ডিসেম্বর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই শিশুকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৩টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত শিশুর চাচা নবী হোসেন জানান, বাসার সামনে খেলার সময় কুকুরের কামড়ে গুরুতর আহত হলে তাকে প্রথমে মুগদা হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। পরে বিকেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, শিশু আলামিন কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার মো. কবির হোসেনের সন্তান। বর্তমানে মুগদার বান্দা প্রথম গলি এলাকায় পরিবারের সঙ্গে থাকতো। তার বাবা সিএনজি অটোরিকশা চালক, মা বাসাবাড়িতে কাজ করেন। দুই ভাইবোনের মধ্যে সে ছিল ছোট।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন