বিমানবন্দরে তেলবাহী গাড়িতে আগুন ছিল ২৭ হাজার লিটার ডিজেল | Daily Chandni Bazar বিমানবন্দরে তেলবাহী গাড়িতে আগুন ছিল ২৭ হাজার লিটার ডিজেল | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০২২ ১৬:৩৪
বিমানবন্দরে তেলবাহী গাড়িতে আগুন ছিল ২৭ হাজার লিটার ডিজেল
অনলাইন ডেস্ক

বিমানবন্দরে  তেলবাহী গাড়িতে আগুন ছিল ২৭ হাজার লিটার ডিজেল

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩ নম্বর গেটে আগুন লাগা তেলবাহী গাড়িটিতে ২৭ হাজার লিটার ডিজেল ছিল বলে জানিয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

বুধবার (১৪ ডিসেম্বর) দুপুরে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ জিয়াউল হক এ তথ্য জানান।

তিনি জানান, তৃতীয় টার্মিনালের কাজে ব্যবহৃত তেল সরবরাহে নিয়োজিত একটি ট্রাকে প্রথমে আগুন লাগে। এক ট্রাক থেকে তেল আরেক ট্রাকে লোড করার সময় ব্যবহৃত জেনারেটরের স্পার্ক থেকে এ আগুন লাগার ঘটনা ঘটে। এসময় আগুন অন্য ট্রাকেও লেগে যায়। প্রথমে আগুন লাগা ট্রাকটি আলিফ এন্টারপ্রাইজের।

আগুনে আরেকটি ট্রাক পুড়ে গেছে। ট্রাকটিতে মোট ২৭ হাজার লিটার ডিজেল ছিল। পুড়ে যাওয়া ট্রাকের চালকের নাম গোলাম মোস্তফা।

এর আগে সকাল ১০টা ১০ মিনিটে তেলবাহী গাড়িতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১০টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন