২ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে | Daily Chandni Bazar ২ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২২ ১৫:৫৫
২ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে
অনলাইন ডেস্ক

২ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে

পৌষ মাস আসতেই তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছে। দেশের দুই জেলায় শুরু হয়েছে মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ। মৃদু এই শৈত্যপ্রবাহ বইছে চুয়াডাঙ্গা ও রাজশাহীর ওপর দিয়ে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার চুয়াডাঙ্গায় ৯ দশমিক ৫ এবং রাজশাহীতে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

দেশে তাপমাত্রা কমে গিয়ে, বিশেষ করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শীতের তীব্রতা বেড়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। শেষ রাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ছে।

আবহাওয়াবিদ মো. লতিফুল নেওয়াজ কবির জানান, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় বিরাজমান। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ অবস্থান করছে বিহার এবং তৎসংলগ্ন এলাকায়।

তিনি আরও জানান, চুয়াডাঙ্গা ও রাজশাহী জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন