নতুন ভোটাররা ভুল-ত্রুটি সংশোধন করতে পারবেন ৩১ জানুয়ারি পর্যন্ত | Daily Chandni Bazar নতুন ভোটাররা ভুল-ত্রুটি সংশোধন করতে পারবেন ৩১ জানুয়ারি পর্যন্ত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০২২ ১১:৩২
নতুন ভোটাররা ভুল-ত্রুটি সংশোধন করতে পারবেন ৩১ জানুয়ারি পর্যন্ত
অনলাইন ডেস্ক

নতুন ভোটাররা ভুল-ত্রুটি সংশোধন করতে পারবেন ৩১ জানুয়ারি পর্যন্ত

এ বছরের নতুন ভোটার হালনাগাদের কার্যক্রম ইতোমধ্যে শেষ হয়েছে।  আগামী ১৫ জানুয়ারি নতুন এই ভোটারদের খসড়া তালিকা প্রকাশ করা হবে।

এই তালিকা প্রকাশের পর অর্থাৎ ১৬ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত নতুন ভোটাররা ভুল-ত্রুটি সংশোধন করতে পারবেন।

সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ইসির নির্বাচন সহায়তা শাখার সহকারী সচিব মো. মোশাররফ হোসেন। 
তিনি জানান, ইতোমধ্যে সংশোধনের জন্য সংশোধনকারী কর্তৃপক্ষ নিয়োগ করা হয়েছে। তারা সংশোধনের জন্য কোনো আবেদন বা আপত্তি পাওয়ার পর তা নিষ্পত্তি করবেন। এ সংক্রান্ত চিঠি মাঠ পর্যায়ের সব সংশোধনকারী কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

৩১ জানুয়ারি পর্যন্ত সংশোধনের আবেদনের পর সংশোধনকারী কর্তৃপক্ষ তা ৭ ফেব্রুয়ারির মধ্যে নিষ্পত্তি করবে। আবেদন নিষ্পত্তির পর হালনাগাদ করা চূড়ান্ত তালিকা আগামী ২ মার্চ প্রকাশ করা হবে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন