জানতাম ঈশ্বর আমাকে বিশ্বকাপ দেবেন: মেসি | Daily Chandni Bazar জানতাম ঈশ্বর আমাকে বিশ্বকাপ দেবেন: মেসি | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০২২ ১১:২৫
জানতাম ঈশ্বর আমাকে বিশ্বকাপ দেবেন: মেসি
অনলাইন ডেস্ক

জানতাম ঈশ্বর আমাকে বিশ্বকাপ দেবেন: মেসি

কীভাবে রাতটি পার করবেন মেসি? প্রতিটি সময় তার কেমন যাচ্ছে? মেসিও বোধহয় সেটি অনুভব করতে পারতেছেন না। ২০১৪ বিশ্বকাপের সেই কষ্টদায়ক মুহূর্ত যে এই বিশ্বকাপের আগ পর্যন্ত তাকে তাতিয়ে বেড়িয়েছে। এবার যেন সবকিছু উজাড় করে দিলেন। তার কাছে যা কিছু পাওয়ার ছিল সবই যেন তিনি শোধ করে দিলেন।

মেসি এবার বিশ্বকাপটা যেভাবে শুরু করেছিলেন তাতে তার মনে হচ্ছিল এবারের বিশ্বকাপটি হয়তো তিনি পাবেন। দলকে বিশ্বকাপ জিতিয়ে মেসিও সেটি বললেন।

মেসি বলেন, ‘আমি জানতাম ঈশ্বর আমাকে বিশ্বকাপ দেবেন। আমার নিজের ভেতর কেন জানি সেটি বারবার মনে হচ্ছিল।’

এমন জয়ের রাতে আর্জেন্টাইন সমর্থকদের কথাও ভোলেননি মেসি। তিনি বলেন, ‘আমি আর্জেন্টাইনদের সঙ্গে উৎসব করতে মুখিয়ে আছি।’

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন